Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর সদর হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৩:১৩ পিএম

নাটোরে সরকারী ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনেও রবিবার সকাল থেকেই শুরু হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল। শুধু জেলা শহরেই নয় প্রতিটি উপজেলা পর্যায়েও তাদের টহল দিতে দেখা গেছে। জেলার প্রতিটি প্রবেশ মুখেই চেকপোষ্টের মাধ্যমে যাবাহন চলাচলে নিয়ন্ত্রন করর চেষ্টা চলছে। রিক্সা, অটোরিক্সা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যান-বাহন বন্ধ থাকতে দেখা গেছে। এগুলো তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। তবুও নাটোরের সদর হাসপাতালে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা।
নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সনাক্ত হয়েছেন ১৭৬। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮.৫২%। মোট সনাক্ত ৪১০২ জন। সুস্থ হয়েছেন ১৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৯১ জন। জেলায় মোট মৃত্যু ৬০ জন।
এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোরে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রবিবারে সনাক্তের হার ছিল ২৮.৫২%। নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৮১ জন। তবে এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্য যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। তার জন্য সবারই মুখে মাস্ক পড়তে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ