Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে চলাচলে কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে অযথা ঘোরাঘুরি করায় গুনতে হচ্ছে জরিমানা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৩:১১ পিএম

১ জুলাই থেকে শুরু হওয়া সরকার ঘোষিত চলাচলে কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে পুলিশ ও জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। রবিবার সকাল থেকেই পুলিশ সুপার লিটন কুমার সাহা’র নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহরের সর্বত্র পর্যবেক্ষণ করেছেন। এ সময়ে অযথা ঘোরাঘুরির জন্য অনেককে জরিমানাও গুনতে হয়েছে। যারা জরুরী কাজে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মোটরসাইকেল আরোহীদেরও কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী জানান, জেলা সদরসহ সবকটি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া এবং কাগজপত্র না থাকায় ৩১ টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, স্বাস্থ্যবিধি না মানায় এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার দরুন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৮৪ জনকে জরিমানা করে ৫৪ হাজার ৬৫০ টাকা আদায় করেছে। তিনি আরো জানান, করোনা সংক্রমণ কমাতে চলাচলে বিধিনিষেধ মানাতে তারা বদ্ধ পরিকর। কঠোর বিধি নিষেধ মানাতে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ