Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশরাফুলের দ্বিতীয় অভিষেক আজ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আজ থেকে মাঠে গড়াচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৮তম আসর। তবে তার চাইতে বড় খবর হচ্ছে, যেদিন সাবেক সতীর্থ মাশরাফি, সাকিবরা জাতীয় দলের হয়ে মিরপুরে লড়াইয়ে ব্যস্ত থাকবেন আফগানিস্তানের বিপক্ষে সেদিনই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ‘দ্বিতীয় অভিষেক’ হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। বিপিএলে ফিক্সিংয়ের দায়ে তিন বছর নিষিদ্ধ থাকার পর এই এনসিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এক সময়ের মাঠ কাঁপানো এই সুপারস্টার। এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। আজ ১ম স্তরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। একই স্তরের অপর খেরায় খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের রাজশাহী বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ। একই স্তরের আরেক ম্যাচে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। সবক’টি ভেন্যুর খেলাই শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এই ম্যাচকে সামনে রেখে গতকালই ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনায় এনসিএলের খেলাগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশরাফুলের দ্বিতীয় অভিষেক আজ

২৫ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ