Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যশোরে করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১:৫৩ পিএম

যশোরে গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনাকরোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। রোববার (৪ জুলাই) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ আহমেদ বলেন, ২৪২ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১২১ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছে ৯৫ জন।

এদিকে জেলায় করোনা রোগী বেড়ে যাওয়ায় গতকাল বিকালে করোনা প্রতিরোধ কমিটির সভায় যশোরের জনতা হাসপাতালে ৩০টি, ইবনেসিনা হাসপাতালে ২০টি, নোভা মেডিকেল সেন্টারে ১৫টি, জেনেসিস হাসপাতালে ১৫টি, আধুনিক ও কুইন্স হাসপাতালে ২০টিসহ মোট ১০০টি বেড করোনা রোগীদের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ