বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী মহামারী করোনা সংক্রমণ রোধে নোয়াখালীতে লকডাউন চলছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকরে সড়ক মহাসড়কে টহল দিচ্ছে। কিন্তু জীবন জীবিকার তাগিদে থেকে অনেকের কর্মজীবন। লকডাউনের মধ্যে জেলায় বিভিন্ন স্থানে হাতে গোনা কিছু রিকসা চলাচল করছে। অলিগলি, গ্রামের সরু পথ কিংবা শহরের আশপাশে।
গত বছরের এপ্রিল থেকে নোয়াখালীর কয়েক লাখ মানুষ কর্ম হারিয়েছে। কোথাও কাজের সূযোগ নেই। তাই দু’মুঠো খাবার জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে। গত দেড় মাস নোয়াখালীতে পর্যায়ক্রমে লকডাউন চলছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার মানুষ চরম বেকারত্ব জীবন যাপন করছে।
গত বছর করোনা শুরুতে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গরীব-অভাবী পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হলেও এবার সেটা অনেকটা কমে গেছে। রাজনীতিবিদ, ধনী ও শিল্পপতিরাও এবার হাত গুটিয়ে রেখেছে। এতে করে দিনমজুর শ্রেনী চরম অসুবিধার মধ্যে রয়েছে। কবে নাগাদ লকডাউন অব্যাহত তাকবে তারও কোন নিশ্চয়তা নেই। লকডাউনের মধ্যে নোয়াখালী শহরে হাতেগোনা কিছু রিকসা চলাচল করছে। কয়েকজন রিকসা চালকের সাথে আলাপকালে তারা জানান, রিকসা না চালালে ঘরে খাবার জুঁটে না। তাই জীবনের ঝুঁকি নিয়েও ঘর থেকে বের হয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।