Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ভ্রাম্যমান আদালত, লাখ টাকা জরিমানা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১০:৫৭ এএম

লকডাউন অমান্য করায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১লাখ ৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে নোয়াখালীতে সকল ধরনের দুরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ফাঁকা রয়েছে অধিকাংশ সড়ক। জেলার বিভিন্ন সড়কে কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

জেলা শহর মাইজদী, সোনাপুর, বানিজ্যিক চৌমুহনীসহ বড় বাজারগুলোর সকল শপিংমল, মার্কেট বন্ধ থাকলেও কয়েকটি দোকান অর্ধেক খোলা রেখে ব্যবসা চালাচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের উপস্থিতিতে দোকান বন্ধ করে পালাচ্ছে শহরের বাইরের দোকানিরা। মানুষকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম খান জানান, লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করতে ও লকডাউন কার্যক্রর করতে ভ্রাম্যমাণ আদালতের ১৮টি দল অভিযান চালায়। অভিযানকালে আইন অমান্যকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২৭টি মামলায় ১লাখ ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ