বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলতি বর্ষা মৌসুমে শুরু হয়েছে আবারো নদীভাঙন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা উপকূলে তীব্র নদীভাঙনে চোখের সামনে বিলীন হয়ে গেছে কোটি টাকা ব্যায়ে একটি বিদ্যালয় ভবন,বসতবাড়ি,
গাছপালা,ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিয়ত ভাঙনে নদীরতীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। মানুষের আহাজারি আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। চরম উদ্বিগ্ন আর উৎকন্ঠায় রয়েছে নদী পাড়ের লক্ষাধিক মানুষ।গত ৩০ বছরে মেঘনার ভয়াবহ ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার প্রায় ২৪০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।গত মঙ্গলবার নদীগর্ভে বিলীন হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি স্কুল ভবন। এটি রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৫ সালে স্থাপিত হয়। নতুন ভবনটি ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণ করে প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার নদীর তীব্র জোয়ারের ঢেউয়ের আঘাতে ঐ এলাকার একমাত্র এই প্রতিষ্ঠানটি নদীতে ভেসে যায়। এতে প্রায় দুইশত শিক্ষার্থীর শিক্ষা জিবন অনিশ্চিত হয়ে পড়ে। উপকূলের মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের অভিমত ,মেঘনার ভাঙনের ভয়াবহতা বিগত সময়ের তুলনায় তিনগুণ বেশি। গত ১৫ বছরে লক্ষাধিক মানুষ মেঘনায় ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হয়েছে।জেলার রামগতি-কমলনগরে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আট দিন ধরে প্রচন্ড জোয়ারে মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের এ ভয়াবহতা চলছে।এতে ক্ষত-বিক্ষত এ অঞ্চলের গ্রামীন জনপদ। ভাঙনের মুখে পড়ে গত মঙ্গলবার উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতলা ভবন নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রায় দুইশ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়,পূর্ণিমার প্রভাবে গত আট দিন ধরে মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে উপজেলার মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে যায়। ভাঙনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে মেঘনায় তলিয়ে যাচ্ছে বাড়িঘর,সরকারি বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। ভাঙনের মুখে পড়ে মঙ্গলবার উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতলা ভবন নদীতে বিলীন হয়ে যায়। আরও একটি ভবন বিলীনের পথে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সেলিম জানান,সম্প্রতি মেঘনার ভাঙন বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এলে চেয়ার-টেবিলসহ মালপত্র সরিয়ে স্থানীয় বালুরচর উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়। এরই মধ্যে মঙ্গলবার সদ্যনির্মিত ভবনটি সম্পূর্ণ মেঘনায় বিলীন হয়ে যায়। এতে বিদ্যালয়ের ১৯১ জন ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছুফ জানান, বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়টি নতুন জায়গায় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান জানান, উপজেলা শিক্ষা কমিটির অনুষ্ঠিত সভায় স্থানীয় একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বিদ্যালয়ের কার্যক্রম আপাতত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাপ্যতা বিবেচনায় সুবিধাজনক স্থানে বিদ্যালয়টি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আব্দুজজাহের সাজু বলেন, মেঘনার ভাঙন রোধে তিন হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার একটি প্রকল্প সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। অর্থ ছাড় হলে ভাঙন প্রতিরোধে শিগগির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, বিদ্যালয়টি রক্ষায় গত বর্ষা মৌসুমে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল। কিন্তু এ বছর হঠাৎ ভাঙন বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।