Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে নতুন করে আরো ২জনের মৃত্যু

আক্রান্ত-৮২, আক্রান্তের হার ৩২.০৬ ভাগ

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১০:০৭ এএম

শেরপুর জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা এবং হার বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। একই সাথে মৃত্যুও বেড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২ জন। এ নিয়ে মোট মৃত্যু ৩৪জন। এর মধ্যে গত একমাসেই মারা গেছে ১৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৮২ জন। যা জেলায় এ পর্যন্ত একদিনের সর্বোচ্ছ। আক্রান্তের হার ৩২-০৬ ভাগ। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছে ৬৮২ জন।
শেরপুর জেলা হাসপাতালে ভর্তি আছে ৭৮জন।

প্রতিদিনই করোনা রোগী ভর্তি বেড়েই চলেছে। রয়েছে চিকিৎসক সংকট। এ অবস্থা চলতে থাকলে জেলা হাসপাতালকে করোনা রোগীদের জন্যই খালি করতে হবে। সাধারণ রোগীদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সিভিল সার্জন ডা: একেএম আনোয়ারোর রউফ জানান, মানুষের মধ্যে এখনও সচেতনতা ফিরে আসেনাই। করোনার সংক্রমন শেরপুর জেলা শহরে এতদিন বেশী থাকলেও বর্তমানে তা সারা জেলায় বৃদ্ধি পাচ্ছে। এখনও সময় আছে মানুষকে সতর্ক হতে হবে। তা-না হলে আমাদের যে জনবল আছে তাতে চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ