বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারায় খালে মিলেছে এক প্রবাসীর লাশ! শনিবার (৩ জুলাই) সকালে দাঁতমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া কাঞ্চনা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস ছালাম (৫০) ওই এলাকার মৃত শেখ আহমদের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, দু'সন্তানের জনক আব্দুস ছালাম একজন ওমান প্রবাসী। গত দু'মাস আগে তিনি দেশে ছুটিতে আসেন। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান তিনি। পরে পরিবারের সকলে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। অবশেষে শনিবার সকালে কাঞ্চনা খালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি আছহাব উদ্দীন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ মৃত্যু নিয়ে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে, কারো অভিযোগ নেই। ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে এডিএম কোর্টে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।