বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের বিস্তার রোধে আজ তৃতীয় দিনের চলমান লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর প্রশাসন। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে করতে আজ শনিবার (৩ জুলাই) শহরে ১৯ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয় এবং ৩৫ মামলায় ৩৫হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই পাল্টে গেছে সৈয়দপুরের চিত্র। শহরে অযথা ঘোরাঘুরি, উৎসুক জনতার জটলা ও মাক্স না পরার কারণে ৩৫ জন পথচারীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে আটককৃতদের রাস্তায় বসিয়ে রাখে। বাজারে নেই অন্যান্য দিনের মতো মানুষের ভীর। শহর জুড়ে দফায় দফায় টহল দিচ্ছে পুলিশের গাড়ী। নেই যানবাহনের ছুটে চলা, বন্ধ রয়েছে দোকানপাট।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত ১৯ জনকে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩৫ মামলায় ৩৫হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম এ আদেশ দেন। আজই সাজাপ্রাপ্তদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে একই অপরাধে শহরের চিনি মসজিদ এলাকার মোশারফ হোসেন (২৮) নামে এক যুবককে ১মাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয় ভ্রম্যমান আদালতে। অভিযান চলাকালে সৈয়দপুর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।