বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনের তৃতীয় দিন আজ শনিবারও মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সকাল থেকেই মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ জেলা প্রশাসনের একাধিক টিমকে টহল দিতে দেখা গেছে।
লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ নগরীর মডার্ন মোড়, লালবাগ, শাপলা চত্বর, টার্মিনাল, মাহিগঞ্জ, সাতমাথা, জাহাজ কোম্পানীর মোড়, পায়রা চত্বর, টাউন হল গেট, জিলা স্কুল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়ছে পথচারীরা। জেরার সুনির্দিষ্ট কারণ দেখাতে না কান ধরে ওঠাবসা করে ফেরৎ পাঠানো হচ্ছে। কোন কোন ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলায়ও একই অবস্থা চলছে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে। সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মহানগরী ছাড়াও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল অব্যাহত রেখেছে।
লকডাউন বাস্তবায়নে নগরীতে ২ পাল্টুন বিজিবি ৪টি ভাগে বিভক্ত হয়ে টহল দিচ্ছে। নগরীতে কিছু কিছু রিক্সা-অটো রিক্সা চলাচল করলেও যাত্রীর অভাবে সেগুলোর অধিকাংশই ফাঁকা চলছে। আন্তঃ জেলা সড়ক-মহাসড়কগুলোতে যাত্রীবাহী কোন পরিবহন চলছে না। মাঝে মাঝে দু’ একটি পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
এছাড়া, রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং সিটি কর্পোরেশনে একটি সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও র্যাবের মাইকিং চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।