Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় রংপুরে রেকর্ড ১৪ জনের মৃত্যু

রোগীর চাপ সামলাতে কাল থেকে রচিমহায় নতুন ইউনিট চালু

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৬:২৩ পিএম

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় ১৪ জনের হয়েছে। যা এ পর্যন্ত রংপুর বিভাগে সর্বোচ্চ রেকর্ড। সেই সাথে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ। যা ২১ দশমিক ৫৬। রোগীর চাপ সামলাতে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ইউনিট চালু করছেন কর্তৃপক্ষ। যেখানে আগামীকাল রোববার থেকে রোগী নেয়া হবে।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় মারা গেছে ১৪ জন। এদের মধ্যে রংপুরে ১, পঞ্চগড়ে ১, লালমনিরহাটে ১, ঠাকুরগাওয়ে ৪, দিনাজপুরে ৫ এবং গাইবান্ধায় ২ জন। বিভাগের ৮ জেলায় মোট ২ হাজার ৪’শ ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫’শ ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে এ পর্যন্ত বিভাগের ৮ জেলায় মোট ১ লাখ ৬০ হাজার ৬’শ ১ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৭ হাজার ৬’শ ৯২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মৃত্যু হয়েছে মোট ৫’শ ৫১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানিয়েছেন, রংপুরে এটাই সর্বোচ্চ মৃত্যু। বর্তমানে রংপুর-দিনাজপুরে আইসিইউ বেড খালি নেই। বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, রোগীর চাপ বৃদ্ধি এবং করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ বেড না থাকা এবং সেখানে রোগীর ধারণ ক্ষমতা না থাকায় আগামীকাল রোববার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ৩৩ নং ওয়ার্ডকে ‘করোনা ইউনিট’ হিসেবে চালু করা হচ্ছে। সেখানে অন্তত: ১০০ জনকে চিকিৎসা দেয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে রংপুর মেডিকেলের ওই ইউনিটে আইসিইউ বেডের কোন সুবিধা নেই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলায় একটি ওয়ার্ড খালি করে ৪০টি বেড স্থাপন করা হচ্ছে। রোববার থেকে এখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। ধীরে ধীরে এই ওয়ার্ডের সক্ষমতা বাড়ানো হবে। তবে এখানে কোন আইসিইউ বেড নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ