বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ৩ জন এবং অন্য ৩ জন জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া ৩ জনের নাম পরিচয় জানায়নি জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৩১১ নমুনার ফলাফলে নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৬ শতাংশ। নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে সদরের ১০০ জন, শিবগঞ্জে ৩ জন, আদমদীঘি ২ জন, কাহালুতে ২ জন, ধুনটে ২ জন, গাবতলীতে ১ জন, শাজাহানপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান তুহিন।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ১৮৫ জন। এর ফলে করোনায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে ৪ ১৬ জনে ঠেকেছে। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩২ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪১০ জন। অন্যরা নিজ বাড়িতেই আইসোলেসনে চিকিৎসা নিচ্ছেন ।
এদিকে নতুন মৃত ৬ জনের মধ্যে ৩ জনের নাম প্রকাশ করা হয়েছে । এরা হলেন ,মতিন চৌধুরী নওগাঁ এবং বগুড়া সদরের আলী জাহিদ (৭০) ও সাহেরা বেওয়া (৭০)। বকি ৩ জনের নাম জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।