Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে সিসিপি’র প্রক্রিয়া ভোলা

চীনা সাংবাদিকদের উদ্দেশে ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন চায়নিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রশাসনকে এক অনন্য নজির হিসেবে প্রশংসা করে দলটির শাসন ব্যবস্থাকে পশ্চিমা গণতন্ত্রের বিকল্প হিসাবে অভিহিত করেছেন। বেইজিং ক্ষমতাসীন দলের শতবর্ষ পূর্তি উপলক্ষে চীনা সাংবাদিকদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।
ইমরান খান বলেন, ‘এখন অবধি আমাদের বলা হয়েছে যে সমাজের উন্নতির সর্বোত্তম উপায় হ’ল পশ্চিমা গণতন্ত্র। সিসিপি একটি বিকল্প মডেল প্রবর্তন করেছে এবং তারা পশ্চিমা সমস্ত গণতন্ত্রকে পরাজিত করেছে যেভাবে তারা সমাজে যোগ্যতাকে তুলে ধরেছে।’ তিনি বলেন যে, একটি সমাজ কেবল তখনই সাফল্য অর্জন করতে পারে, যখন শাসকগোষ্ঠীকে জবাবদিহি করার জন্য এমন একটি ব্যবস্থা আনা হয়। গণতন্ত্র ছাড়াই চীনের উন্নতি ঘটেছে।
তিনি বলেন, ‘মেধা দিয়ে পরিবর্তন ঘটানো এবং তা তুলে ধরার জন্য তাদের প্রক্রিয়াটি গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভাল।’ ইমরান মন্তব্য করেন, ‘আমাদের সমাজে এবং পশ্চিমা গণতন্ত্রগুলিতে, আপনারা বিধি-বিধানে আবদ্ধ থাকায় পরিবর্তন আনা কঠিন। আজকের গণতন্ত্রগুলি শুধুমাত্র পরবর্তী পাঁচ বছরের জন্য পরিকল্পনা করে। নেতাদের কৃতিত্বগুলি তাদের হয়ে কথা বলে এবং এটিই প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বকে প্রমাণ দিয়েছেন।’
প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, ‘আপনারা এই অঞ্চলে এক অদ্ভুত দুর্দান্ত শক্তির প্রতিযোগিতা দেখছেন। যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সতর্ক এবং একটি আঞ্চলিক জোট গঠন করেছে। আমরা মনে করি যে পাকিস্তানের মতো দেশগুলি যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য শক্তিগুলির পক্ষ নেবে, এমন প্রত্যাশা করা অন্যায্য। পাকিস্তান চীনের সাথে তার সম্পর্কের অবনতি ঘটাবে না।’ ইমরান পর্যবেক্ষণ করেছেন যে, কাউন্টার ব্যাল্যান্স হিসাবে ভারতের কাজ করার ধারণাটি ‘ক্ষতিকারক’ হিসাবে প্রমাণিত হতে পারে।
তিনি বলেন, ‘চীন খুব শক্তিশালী। কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করার চেয়ে চীনের সাথে বাণিজ্যে জড়িত হয়ে ভারত আরও বেশি ফল লাভ করবে। কারোর যদি হারানোর থাকে, এটি ভারতই হবে।’ ইমরান অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে, চীনের সাথে ইসলামাবাদের সম্পর্ক ভারতের সংক্রান্ত নয়। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী।’
শিনজিয়াংয়ের মুসলমানদের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চীনা কর্মকর্তাদের সাথে কথোপকথনে পাক-প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জানে যে জিনজিয়াংয়ে যা ঘটছে তা পশ্চিমা গণমাধ্যম এবং পশ্চিমা সরকারগুলির দেওয়া সংস্করণের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ‘সুতরাং, যেহেতু চীনের সাথে আমাদের খুব দৃঢ় সম্পর্ক রয়েছে এবং আমাদের সম্পর্ক বিশ্বাস-নির্ভর হওয়ার কারণে আমরা আসলে চীনা সংস্করণটি গ্রহণ করেছি। দ্বিতীয়ত, আমরা এতে কিছুটা ভণ্ডামি দেখি। বিশ্বে যখন মানবাধিকারের সমস্যাগুলি আরও খারাপ, সেগুলিতে (আরও) মনোযোগ দেওয়া উচিত, যেমন, কাশ্মীর একটি বিশাল মানবাধিকার ইস্যু। পশ্চিমা গণমাধ্যম খুব কমই এই (কাশ্মীর) সম্পর্কে মন্তব্য করে থাকে।’
আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইমরান বলেন যে, দুর্ভাগ্যক্রমে কারও কাছে এখনই এর উত্তর নেই। এবং আফগানিস্তানের পরিস্থিতির সামরিক সমাধানের জন্য মার্কিন প্রচেষ্টা তাদের বৃহত্তম ভুল ছিল। তিনি মন্তব্য করেন, ‘তারা বার বার একই কাজ করেছে এবং ভেবেছিল যে তারা অন্যরকম ফলাফল পাবে।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিসিপির প্রতি শুদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পাকিস্তানে আমরা দু’টি কারণে চীনা প্রেসিডেন্টের প্রশংসা করি: দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই চীনের সাথে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। চায়না-পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি) একটি ফ্ল্যাগশিপ প্রকল্প।’ এই প্রকল্পের উন্নয়ন কাজের তদারকির জন্য আগামী সপ্তাহে গাদার সফরের ঘোষণা দেন ইমরান এবং এও বলেন, ‘আমি আমার চীন সফরেরও প্রত্যাশা করছি।’
এছাড়া, চীনের করোনা মহামারী মোকাবেলার অনন্য নজিরের প্রশংসা করেন পাক-প্রধানমন্ত্রী। পাকিস্তানকে করোনা সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবা কর্মীদের ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে।’ সূত্র : ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ