বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দোয়া করাকে কেন্দ্র করে ইমামতি গেলো কুষ্টিয়ার কুমারখালীর এক ইমামের। শুক্রবার বাদ জুমআ মসজিদের ওই ইমাম জেলখানায় বন্দী আলেমদের মুক্তির জন্য দোয়া করায় তার ইমামতি গেছে বলে জানা গেছে। ওই ইমামের নাম মাওলানা আলী হোসাইন। সে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের জামে মসজিদের ইমাম। তার বাড়ি শিলাইদহের কল্যাণপুর গ্রামে। সে এক বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলো।
ওই আলেম মাওলানা আলী হোসাইন জানান, আমি শুক্রবার মসজিদে বয়ান করার সময় মসজিদ ও আলেম উলামাদের বিষয়ে কথা বলছিলাম। বলেছিলাম দেশে নতুন নতুন মসজিদ তৈরি করা হচ্ছে আর আলেমদের জেলখানায় বন্দী করা হচ্ছে। দেলওয়ার হোসাইন সাঈদী, মামুনুল হকসহ বন্দী আলেমদের মুক্তির জন্য বাদ জুমআ দোয়া করেছিলাম। সেজন্যই আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দিয়েছে।
মাওলানা আলী হোসাইন তার ফেসবুক আইডিতেও কমেন্ট করে সেটি জানিয়েছেন। তবে এ বিষয়ে মসজিদ কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।