মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান যে কোনও পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত কিন্তু আমেরিকাটিকে তার মাটিতে কোনও বিমানবন্দর স্থাপনের অনুমতি দেবে না। বৃহস্পতিবার উভয় কক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরকে এ বিষয়ে অবহিত করেন সামরিক নেতৃত্ব।
জাতীয় সুরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটিকেও সামরিক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে, চীন, পাকিস্তান ও এই অঞ্চলকে হীন করার লক্ষ্যে আমেরিকা ইচ্ছাকৃতভাবে একটি ‘অব্যবস্থাপনাময় ও অস্থির’ আফগানিস্তানকে পিছনে ফেলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বৈঠকে অংশগ্রহণ করা একজন সংসদ সদস্য বলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দেবে না; আমরা তাদের প্রক্সি যুদ্ধে লড়াই করতে যাচ্ছি না। যুক্তরাষ্ট্রে আবারও একটি অসমাপ্ত কাজ ফেলে রেখে চলে যাচ্ছে।’ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার এটি করার পর থেকে প্রায় ৭০ মানুষ শহীদ হয়েছিল উল্লেখ বরে তিনি বলেন, ‘আফগানিস্তানের শান্তি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।’ আমেরিকা এই অঞ্চলে শান্তি দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিফিংয়ের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী নিশ্চিত করেছেন যে, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেবে না এবং তার সিদ্ধান্তের পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে। পিটিআইয়ের মন্ত্রিপরিষদ সদস্য বলেন, সামরিক নেতৃত্ব জানিয়েছে যে, ২০১৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও ঘাঁটি ব্যবহার করতে দেয়া হয়নি বা তাদেরকে কোনও ড্রোন হামলাও করতে দেয়া হয়নি। সামরিক নেতৃত্ব মূলত সরকার এরই মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করেছে বলে তিনি জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতির বিষয়ে ওই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এই অধিবেশনে যোগ দিতে চেয়েছিলেন। তবে বিরোধী দল পিএমএল-এন জাতীয় সংসদ স্পিকারকে বার্তা দিয়েছে যে, প্রধানমন্ত্রী যদি এই বৈঠকে যোগ দিতে সভা ছেড়ে যান, তাহলে তারাও ওয়াক আউট করবেন।’ ফলে তিনি বৈঠকে যোগ দিতে পারেন নি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।