Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের মসজিদের মাইক থেকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে মসজিদে আসার আবেদন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১:৫০ পিএম

স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে সবাইকে মসজিদে আসার আবেদন সম্বলিত প্রচারনার মধ্যমে শুক্রবার দক্ষিণাঞ্চলে মসজিদসমুহে জুমার নামাজ আদায় করা হয়েছে। দুপর ১২টার পর থেকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদসমুহে মাইকযোগে এ প্রচারনা চালান হয়। সোয়া ১২টা থেকে সাড়ে ১২টায় জুমার আযানের পূর্বক্ষন পর্যন্ত বিভিন্ন মাইকযোগে সবাইকে মাস্ক পরিধান সহ হাত ধুয়ে বা সেনিটাইজার লাগিয়ে মসজিদে আসার অনুরোধ করা হয়েছে।
এছাড়া জুমার আযানের আগে থেকেই বিভিন্ন মসজিদের গেটে আইন-শৃংখলা বাহিনী অবস্থান গ্রহন করে। মাস্ক ছাড়া মসজিদে প্রবেস না করতে অনুরোধ জানায় আইনÑশৃংখলা বাহিনী।
জুমার নামাজ পূর্ব বয়ানে বিভিন্ন মসজিদের খতিব ছাহেবগন করোনার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরে মুসুল্লীয়ানগনকে সব ধরনের সচেতনতা অবলম্বন সহ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও পরামর্শ দেন। বরিশাল জামে এবাদুল্লাহ মছজিদ সহ বিভিন্ন মসজিদে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি মসজিদ নামাজের পূর্বে জীবানুনাষক দিয়ে পরিস্কার করা হয়েছে বলেও জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ