Inqilab Logo

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০, ১৪ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

সম্পর্ক সুদৃঢ় করতে কিউবা-জাপান মতৈক্য

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিউবার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় জাপান। এ ব্যাপারে উভয় দেশ অর্থনৈতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে ঐকমত্য প্রকাশ করেছে। কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ও তার অগ্রজ জনপ্রিয় নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করে শিনজো আবে বলেন, কিউবার সাথে আর্থিক সম্পর্ককে আরো দৃঢ় করতে আগ্রহী জাপান। প্রসঙ্গত, শিনজো আবেই হলেন প্রথম জাপানী প্রধানমন্ত্রী যিনি কমিউনিস্ট সরকার শাসিত দেশ কিউবা সফরে গেলেন। হাভানায় এক সংবাদ সম্মেলনে আবে বলেন, এ সফর জাপান ও কিউবার চারশ’ বছরের বন্ধুত্বের ইতিহাসে নতুন পাতা খুলবে। আমি রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে একমত হয়েছি। বিনিয়োগের জন্য কিউবা জাপানের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর কিউবা সরকার তার দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। আমার বিশ্বাস, এটি জাপানের ফার্মগুলোকে কিউবায় বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহ যোগাবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পর্ক সুদৃঢ় করতে কিউবা-জাপান মতৈক্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ