মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের (রাজধানী ওয়শিংটন নয়) এক শুপিং মলে গুলিবর্ষণে জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্লিংটনের ক্যাসকেড মলে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের এই ঘটনায় পুলিশ অন্ততপক্ষে এক হামলাকারীকে ধরতে তল্লাশি শুরু করেছে বলে অঙ্গরাজ্যটির টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস এক টুইটে জানিয়েছেন। বার্লিংটন ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রধান শহর সিয়াটল থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে। সন্দেহভাজনকে ধরতে বিপণিবিতানটির প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সিস। পুলিশ আসার আগেই গুলিবর্ষণকারী ঘটনাস্থল থেকে সটকে পড়ে। গুলিবর্ষণকারী একজনই ছিল বলে ধারণা করছে পুলিশ। টুইটারের ঘোষণায় ফ্রান্সিস বার্লিংটনের বাসিন্দাদের ক্যাসকেড মল এলাকার বন্ধ করে দেওয়া রাস্তাগুলোর দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। গুলিবর্ষণের ঘটনায় আহত এক ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মিনেসোটা অঙ্গরাজ্যের অপর এক বিপণি বিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বার্লিংটনের এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।