Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলা ও জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:৩১ পিএম

করোনা ভাইরাস এর বিস্তার রোধে চলাচলে বিধি-নিষেধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নীলফামারী সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি মামলায় ১৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

তার নেতৃত্বে সঙ্গীয়ফোর্স নিয়ে দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্য বিধি না মানায় অযথা শহরে বাইক নিয়ে চলাফেরা বিনা প্রয়োজনে শহরে আসা পথচারী ও বাজারের ১০টি দোকানসহ ১৯টি মামলায় ১৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ