Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে নদী থেকে মাদকসেবীর লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:৩২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৮ঘণ্টা পর নদী থেকে শাওন মিয়া (১৯) নামে মাদক সেবীর লাশ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ভুরার বাড়ি গ্রামের সুবর্ণখালি নদী থেকে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে। সে ভুরারবাড়ি গ্রামের রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার রাত ৭টার দিকে শাওন আরামনগর বাজার থেকে মদ্যপান করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাড়ির কাছে সুবর্ণখালি নদী উপর সেতুতে দাঁড়িয়ে মাতলামি করছিল। এক পর্যায়ে সেতু থেকে নদীতে পড়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে সরিষাবাড়ীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একঘণ্টা অভিযানেও সন্ধান না পেয়ে তারা ফিরে যায়। রাত ২টার দিকে সেতুর কাছে নদীতে শাওনের ভাসমান লাশ পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রফিকুল হক বলেন, নিখোঁজ হওয়ার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ