Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে কঠোর লকডাউন উপেক্ষা করে পশুর হাট

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৫:৪০ পিএম

করোনার সংক্রমন রোধে আবারো কঠোর লকডাউনের সিদ্ধা নিয়েছে বাংলাদেশ। এই লকডাউন কার্যকরে মাঠে থাকছে সেনাবাহিনী। এছাড়া থাকবে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী। আজ ১ জুলাই ভোর ছয়টা থেকে ১সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, লকডাউনকালে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। গণপরিবহন সহ যন্ত্র চালিত যানবাহন, শপিংমল, মার্কেট সহ সবধরনের দোকানপাট ও খুলবে না। অতি জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে সাজা ও জরিমানা গুনতে হবে। এসকল বাঁধা নিষেধ অমান্য করে সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে বসেছে বিশাল গরু ছাগলের হাট। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এ হাট চলতে দেখা গেছে। এতে অধিকাংশ লোকজনকে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে হাটে উপস্থিত দেখা গেছে। খবর পেয়ে প্রশানের লোকজন বৈরাগী বাজারে উপস্থিত হলে পালিয়ে যান ইজারাদারসহ ক্রেতা বিক্রেতা।
এদিকে সিলেটের বিশ^নাথ পৌর শহরে কঠোর লকডাউনের প্রথম দিনে ছিলো খুবই নিরবতা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌর শহরে টহল দিতে দেখা যায় সিলেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, থানা পুলিশ এবং সেনাবাহীনিকে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকান ও মাস্ক না পড়ায় পথচারিকে জরিমানা করা হয়েছে বলে জানান থানার ওসি গাজী আতাউর রহমান।
বিশ্বনাথে এ পর্যন্ত ৪০৫ জন শনাক্ত হয়েছেন। হোম আইসোলেমনে আছেন ৪৬ জন। সুস্থ হয়েছেন ৩৩৬জন। আর মৃত্যু হয়েছে ১৪ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ