Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন বাস্তবায়নে সিলেটের রাস্তায় প্রশাসন, নেই মানুষের আনাগোনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৫:৩৪ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীতে পুলিশ, র‌্যাব, বিজিবি সহ মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক সেনা। সেনাবাহিনী ও বিজিবি মাঠে নামার বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম. কাজী এমদাদুল ইসলাম জানান, লকডাউন সফল করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি সদস্য কাজ করছেন। এছাড়া পুলিশ, আনসার ও আর্মড পুলিশও আছে মাঠে। এদিকে সকাল থেকেই সড়কে বন্ধ আছে গণপরিবহন। পণ্যবাহী বিভিন্ন ধরনের যান চলাচল করছে নগরীতে। এছাড়া কিছু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে রাস্তায়। নগরীতে দোকানপাট ও কাঁচাবাজার প্রায় বন্ধ। খুবই সীমিত মানুষের চলাচল। এছাড়া সিলেট নগরজুড়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি করপোরেশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসাথে নগরীর একাধিক মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এতে বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরীতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ