Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে কঠোর লকডাউনে রাস্তায় নেমেছে প্রশাসন

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৫:২৩ পিএম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ন্যায় নীলফামারীতে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি পুলিশের ১১টি চেকপোস্ট বসানো হয়েছে।
রাস্তা ঘাট এখন প্রায় ফাঁকা। জেলা শহরগুলোতে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরী সেবা অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। তবে সকালে জেলা শহরের বড় বাজারে সবজি কেনার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের সূত্র মতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার ৬ উপজেলায় ২ প্লাটুন সেনাবাহিনী ও ২ প্লাটুন ৫৬ বিজিবি মাঠে নেমেছে। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের ৬টি গাড়ি টহল দিচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে।

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নীলফামারী জেলায় ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত দুইদিনের নীলফামারী উত্তরা ইপিজেডের ২জন চীনা নাগরিক সহ ১২জন করোনা পজিটিভ হয়।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান,জেনারেল হাসপাতাল ও উপজেলার হাসপাতালগুলোতে র‌্যাপিড এ্যান্টিজেন ও দিনাজপুর এবং রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৭২ জনের নমুনায় এদের মধ্যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ