বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরে সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধের ১ম দিনে প্রশাসনের কঠিন তৎপরতা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের টিম গুলো গনপরিবহন ও মানুষের চলাচলে কঠিনভাবে হস্তক্ষেপ করায় রাস্তায় ছিল না অতিরিক্ত যানবাহনের চাপ। আবার মানুষ জনের অযাচিত চলাচলও ছিল না। শপিংমল ও ান্যান্য দোকান বন্ধের পাশাপাশি সরকারী বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাস্তায় মানুষ জনের চলাচল তেমন পরিলক্ষিত হয় নি। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির মধ্যেই নাটোর শহরের মাদ্রাসা মোড় ও নিচাবাজার এলাকায় তৎপর ছিলো জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন জানান, ১১পদাতিক ডিভিশনের তত্বাবধানে ১৭প্যারা পদাতিক ব্যাটালিয়নের সেনাবাহিনীর তিনটি টিম নাটোরে চলমান লকডাউনে মাঠে রয়েছে। তিনটি টিমের নেতৃত্বে রয়েছে মেজর কামরুল ইসলাম, ক্যাপ্টেন রাফিদ সাদনান ও লেফটেনেন্ট আশফাকুর রহমান। এবারের প্রথম দিনের লকডাউনে জেলা শহর ছাড়াও উপজেলা সদর ও পৌরসভা এলাকা সব গুলোতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাধারন মানুষকে তেমন চলাচল করতে দেখা যায়নি। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট সনাক্ত ৪০১২জন। এখন পর্যন্ত মোট মৃত্যু ৫৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।