Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনাভাইরাসে মারা গেলেন আরও ৫ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৪:৫০ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আরও ৫ জন মারা গেছেন। মারা যাওয়া ৫ জনই বগুড়া জেলার বাসিন্দা। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন এবং শনাক্তের হার ৩৮.০৬ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন নিশ্চিত করেন, বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনার নমুনা পরীক্ষা করে নতুন ১৩৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, আক্রান্তের হার ৩৮ দশমিক ০৬ শতাংশ। অপরদিকে, একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৮৩ জন। নতুন আক্রান্ত ১৩৪ জনের মধ্যে সদরের ৯৩ জন, শাজাহানপুরের ১০ জন, ধুনটের ৬ জন, দুপচাঁচিয়ার ৫ জন, শেরপুরের ৫ জন, শিবগঞ্জের ৪ জন, আদমদীঘির ৪ জন, গাবতলীর ২ জন, কাহালুর ২ জন এবং সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রামের একজন করে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন- বগুড়ার সদরের আব্দুল জলিল (৭০), রমজান আলী (৫৫) ও আকরামুল হক (৬২), শাজাহানপুর উপজেলার মোঃ মান্নান (৬০) এবং ধুনটের ইদ্রিস আলী (৫৩) এরা সকলেই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার (৩০ জুন) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনায় ৮২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৫টি নমুনায় ১০ জনের, এন্টিজেন পরীক্ষায় ৭৯টি নমুনায় ৩০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১২ জন করোনায় পজিটিভ হয়েছেন। নতুন ১৩৪ জনকে নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৩ জন এবং সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৫ জন। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩৯৯ জন। একই সময়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৭৯ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ