Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

বরিশাল মহানগরী পিরোজপুর ও পটুয়াখালীতে মারা গেছেন ৬ আক্রান্ত ২৮৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:২৯ পিএম

সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে করোনার ভয়াবহ বিস্তার অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৭২৬ জনের নমুনা পরিক্ষায় এবছরের সর্বোচ্চ ২৮৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যাও নতুন রেকর্ড সৃষ্টি করে সংখ্যাটা আশংকাজনক ভাবে ৬ জনে উন্নীত হয়েছে। এরমধ্যে পিরোজপুরেই ৪জন সহ বরিশাল মহানগরী ও পটুয়াখালীর কলাপাড়াতে আরো একজনের মৃত্যু হয়েছে। আর জুন মাসের ৩০ দিনে দক্ষিণাঞ্চলে নতুন ২ হাজার ৩৮০ জন সংক্রমনের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। অথচ মে মাসে ৯০৩ জন আক্রান্তের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছিল। বরিশাল মহানগরী সহ সমগ্র জেলা এবং পিরোজপুর, ঝালকাঠী ও বরগুনার পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক। সংক্রমন বাড়ছে পটুয়াখালী ও ভোলাতেও।
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৬৬৯ জনের নমুনা পরিক্ষায় ১৭ হাজার ৮৮৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার বৃহস্পতিবার সকালে ছিল ১৫.২৯%। গত ১০ দিনে এ অঞ্চলে সনাক্তের হার দশমিক ৬৬ ভাগ বেড়েছে।
স্বাস্থ্য বিভাগের মতে, বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে এবছরের সর্বোচ্চ যে ২৮৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে, তার মধ্যে বরিশাল মহানগরীতে ৫৫ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫। এ জেলার ১০টি উপজেলাতেও নতুনকরে করোনার বিস্তার শুরু হয়েছে। এনিয়ে মহানগরীতে ৫ হাজার ৮৫০ জন সহ জেলায় মোট অক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৭৮ জনে উন্নীত হল। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৮ জনের। যারমধ্যে মহানগরীতেই ৬৯। বুধবার মহানগরীর সার্কূলার রোডে ৬০ বছর বয়স্কা এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসাপতালে মারা গেছেন।
পিরোজপুর গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৪৪ জনের নমুনা পরিক্ষায় ৮০ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৫৫%। আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৩। এসময়ে জেলাটিতে মৃত্যুর রেকর্ড স্থাপিত হয়েছে। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেনারেল হাসপাতালে সদর উপজেলার ৩ জন ছাড়াও ভান্ডারিয়াতে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তি এ জেলাটিতে মোট আক্রান্ত ২ হাজার ২৭৫ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যু হল। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২০.৭৪% এবং মৃত্যুহার ১.৬৪%।
মাত্র ৪ উপজেলার ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ১৪৮ জনের নমুনা পরিক্ষায় ৬৪ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৪৪%। তবে জেলাটিতে গত দেড় বছরের গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বাধীক, ২.৭৮%। ঝালকাঠীতে এপর্যন্ত ১ হাজার ৭৭৬ জন আক্রান্তের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে । মৃত্যুহার তৃতীয় সর্বোচ্চ ১.৮৩%।
দক্ষিনাঞ্চলের আরেক ছোট জেলা বরগুনাতে গত ২৪ ঘন্টায় মাত্র ৮৯ জনের নমুনা পরিক্ষায় ২৯ জনে দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৩৩%। এনিয়ে জেলাটিতে ১ হাজার ৪৪২ জন আক্রান্তের মধ্যে ৩০ জনের মৃত্যু হল। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, ৯.৯৩% হলেও মৃত্যুহার দ্বিতীয় সর্বোচ্চ ২.০৮%। গত দিন দশেক ধরেই বরগুনাতে করোনার বিস্তৃতি অব্যাহত রয়েছে।
এসময়ে পটুয়াখালীতে ১২৯ জনের নমুনা পরিক্ষায় ২০ জনের দেহে করেনা পজিটিভ সনাক্তের পাশাপাশি আরো একজনের মৃত্যু হয়েছে। জেলাটিতে ২ হাজার ৪৮৫ আক্রান্তের মধ্যে মারা গেছেন ৫৭ জন। পটুয়াখালীতে আক্রান্তের হার দ্বিতীয় সর্র্বনি¤œ, ১০.৯৫% হলেও মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২৯%।
দ্বীপজেলা ভোলাতে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৪ জনের নমুনা পরিক্ষায় ৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় সনাক্তের হার প্রায় ২৪% হলেও জেলাটিতে গড় হার ১২/৮৫%। ইতোমধ্যে ভোলাতে ২ হাজার ৬০ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.২৬%।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় মাত্র ২৮ জন সহ এপর্যন্ত ১৫ হাজার ৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার গত ১৬ জুন ৮৮.৭৫% থেকে ১ জুলাই ৮৪.১৭%-এ হৃাস পেয়েছে বলে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ