বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৫১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছে ১৭১ জন। মোট শনাক্ত ৮৬১৯ জন। সুস্থ হয়েছেন ৬২৩৭ জন। দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সামাজিক ভয় এবং হাসপাতালে আইসিসিইউ বেড খালি না থাকায় অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং মৃত্যুবরন করছেন। এছাড়াও গ্রামাঞ্চলে করোনা টেষ্ট নিয়ে কোন আগ্রহ নেই। জ্বর সর্দি, কাশি গলাব্যাথা হলে স্থানীয় গ্রাম্য ডাক্তার অথবা ফার্মেসী থেকে ঔষধ করে খাচ্ছেন। একেবারে শেষ মুহুর্তে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরনের একাধিক ঘটনা রয়েছে।
এদিকে দেশব্যাপী কঠোর লোকডাউনের প্রথম দিনে আজ সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারপরও মানুষকে ঘরমুখি করা যাচ্ছে না। বাজার, ঔষধ এর অজুহাতে রাস্তায় বের হচ্ছেন। মটর সাইকেল চলছে দেদারছে।
উল্লেখ্য সংক্রমন বেড়ে যাওয়ায় গত ১৫ জুন থেকে স্থানীয়ভাবে জারী করা কঠোর লোকডাউন শেষ ২৮ জুন। তার পর থেকে তিন সীমিত এবং আজ থেকে কঠোর লোক ডাউন শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।