Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপরিবারে করোনা আক্রান্ত নোয়াখালী পুলিশ সুপার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ১:৩৩ পিএম

নোয়াখালীর প্রথম সারির করোনা যোদ্ধা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর স্ত্রী, ছেলে ও গৃহপরিচারিকার।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন নিজেই। তিনি বলেন, জেলাবাসীর বৃহত্তর স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতা করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

জানা গেছে, বুধবার রাতে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে রিপোর্টে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, তাঁর স্ত্রী, বড় ছেলে ও একজন গৃহপরিচারিকার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শরীরে করোনা কিছু লক্ষণ থাকলেও এখন অনেকটা ভালো আছেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরু থেকেই পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছেন। বিশেষ করে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনে গরীর, অসহায় পরিবারের মধ্যে ক্রাণ বিতরণ ও করোনা বিস্তাররোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ