বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪২ জনের। এতে আক্রান্ত হয়েছে ১০০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ হাজার ৯০ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২২৩ জনেই আছে। এছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ২৯২ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৫৩ জনের।বৃহস্পতিবার( ১ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১৪ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩০ জন, সদরে মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৭৩ জন, বন্দরে মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৯৪৮ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়।
তবে করোনা পরিস্থিতির ভয়াবহতায় বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। ৭ জুলাই পর্যন্ত তা বলবত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।