বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭জন ও উপসর্গ নিয়ে ৯ জন মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তিদের মধ্যে আইসিইউ বেডে ৪ জন এবং বাকি ১২ জন জেনারেল বেডে।
এদিকে নতুন করে জেলায় ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৯২ ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৮৫জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১১৫জন। টাঙ্গাইল জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩১, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১জন নিয়ে মোট ৫৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।