Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে চুরির মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৭:২৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির মামলায় আকরাম হোসেন (২৩) নামে এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ নভেম্বর রাতে উপজেলার নওহাটি চাচিয়া গ্রামের অনাথ বর্মণের বাড়ির লোকজনকে অজ্ঞান করে নগদ টাকাসহ ৯ লাখ ৯৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় আকরাম হোসেন। আকরাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের শের আলীর ছেলে। ওই দিন অনাথের বাড়িতে আশ্রয় নিয়ে রাতেই চুরি করে পালিয়ে যায় সে। পরদিন ২৩ নভেম্বর অনাথ সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে এস আই কমল বর্মণকে তদন্তভার দেয়া হয়।

মামলাটি তদন্তকালে পালিয়ে থাকা আকরামকে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার রুপসী বাজার থেকে ২৯ জুন গ্রেফতার করেন এস আই কমল বর্মণ।

বুধবার (৩০ জুন) আসামিকে সুন্দরগঞ্জ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল বর্মণ জানান, জিজ্ঞাসাবাদে আকরাম চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ