বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে বহেড়াতৈল, নদী ঘাট টেন্ডার নিয়ে ধস্তাধস্তি করে দরপত্র ছিনতাই, টেন্ডার স্থগিত ও থানায় বাপ-বেটার নামে মামলা দায়ের । মামলার বাদী ইউপি সদস্য রেনু বেগম ও গ্রত্যক্ষদর্শী রা বলেন, মঙ্গলবার বহেড়াতৈল নদীর ঘাট টেন্ডার এর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ সময় বহেড়াতৈল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রেনু বেগম দরপত্র জমা দিতে আসলে সখিপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু ও তাঁর ছেলে লিংকন আহমেদের সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রেনু বেগমের দরপত্রটি ছিনিয়ে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বহেড়াতৈল নদীর ঘাটে দরপত্র স্থগিত করা হয়। বহেড়াতৈল নদীর ঘাটের দরপত্র জমা দিয়েছিলেন ১০ জন এরা হলেন, রেনু বেগম এম এ সবুর (আহ্বায়ক উপজেলা যুবলীগ) লিংকন আহমেদ, আলহাজ্ব, শরিফুল ইসলাম শরিফ আতিক,লিটন, হামিদ,বাদল। এ বিষয়ে রেনু বেগম বাদী হয়ে বাপ-বেটা নবু,লিংকন দুইজনকে আসামী করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন । সখিপুর থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন,থানায় মামলা হয়েছেে।আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।