Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধিনিষেধের প্রজ্ঞাপনে যেসব নির্দেশনা দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০৯ পিএম | আপডেট : ১২:৫৩ পিএম, ৩০ জুন, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে, এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। তবে কঠোর এই লকডাউনেও পোশাক কারখানার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক।


১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত নির্দেশনা অনুযায়ী চলাচল করতে হবে।

নির্দেশনাগুলো হলো-

১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত¡শাসিত ও বেসরকারি অফিসসূমহ বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌ-পরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচলবন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটনকেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. জন সমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিয়ে, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীও আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৬. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৭, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন-কৃষি পণ্য ও উপকরণ ( সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্য শস্য, খাদ্য দ্রব্য পরিবহন , ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারি ও যানবাহন প্রতিষ্ঠানিকপরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়ত করতে পারবে।

৯. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ডভ্যান /কার্গো/ ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভূত থাকবে।

১০. বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভূত থাকবে।

১১. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১২. শিল্প-কারখানাসমুহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

১৩. সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

১৪. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৫. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল টাকা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইনে) করতে পারবে।

১৬. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়ত করতে পারবে।

১৭. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

১৮. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

১৯. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সে সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

২০. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২১. স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।



 

Show all comments
  • Habibur Rahman ৩০ জুন, ২০২১, ১২:৪৩ পিএম says : 0
    সর্বাত্মাক মশকরা শুরু আগামীকাল থেকে
    Total Reply(0) Reply
  • Md. Akbar Hossain ৩০ জুন, ২০২১, ১২:৪৩ পিএম says : 0
    গার্মেন্টস খোলা রেখে কিসের সর্বাত্মক লকডাউন?
    Total Reply(0) Reply
  • Shohel Tanvir ৩০ জুন, ২০২১, ১২:৪৪ পিএম says : 0
    বেসরকারি এনজিও গুলো যে বাড়ি বাড়ি জমায়েত করে কিস্তি আদায় করতেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কী?
    Total Reply(0) Reply
  • As Mithu ৩০ জুন, ২০২১, ১২:৪৯ পিএম says : 0
    লকডাউনের চাঁদ দেখা গেছে। আগামীকাল সকাল ৬টা থেকে দেশের সকল মানুষ পবিত্র লকডাউন পালন করবেন। দেশের গার্মেন্টস আর কলকারখানার শ্রমিকরা ভিনগ্রহের মানুষ তারা এর আওতামুক্ত থাকবে
    Total Reply(0) Reply
  • Md Sohel Rana ৩০ জুন, ২০২১, ১২:৪৯ পিএম says : 0
    আরো কত কি দেখা'র বাকি আছে
    Total Reply(0) Reply
  • Minhaj Uddin Masum ৩০ জুন, ২০২১, ১২:৫৪ পিএম says : 0
    স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহর রহমতে সুস্থ থাকুন
    Total Reply(0) Reply
  • Md Humayoun Kabir Rubel ৩০ জুন, ২০২১, ১২:৫৫ পিএম says : 0
    গাড়ি বন্ধ রেখে শিল্প কারখানা খোলা রাখাটা একটা সাংঘর্ষিক সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • Shamsul Haque ৩০ জুন, ২০২১, ২:১৮ পিএম says : 0
    আন্তরজাতিক ফ্ল্যাইট চালু রাখতে হলে রিক্রুটিং এজেন্সীর অফিসগুলো খোলা রাখা আবশ্যক।
    Total Reply(0) Reply
  • ABDUR ROUF ৩০ জুন, ২০২১, ২:৩১ পিএম says : 0
    CHOLITECHE SARKAS
    Total Reply(0) Reply
  • MD SALIM SINHA ৩০ জুন, ২০২১, ৩:০৪ পিএম says : 0
    If you keep open the Garment factory near about one crore people will come out of home everyday. So there will be another one failed lockdown due to the interest of Buyers , Factory owners & countries economy . The decsion makers who makes this decisions are really human being without brain.
    Total Reply(0) Reply
  • MD. NAJMUL HOSSAIN ৩০ জুন, ২০২১, ৬:৩৪ পিএম says : 0
    সমস্ত দোকান বন্ধের আওতায় মুদি দোকান পরে কি ? যদি মুদি/মনোহরি দোকান বন্ধ থাকে তাহলে নিত‍্যপ্রয়োজনিয় দ্রব‍্য কোথায় পাব ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ