বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে নতুন ২ জন মারা গেছেন।এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৫৭। এছাড়াও জেলায় নতুন করে ৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
গতরাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টের বরাত দিয়ে সিভিল সার্জন ডাক্তার মো:জাহাঙ্গীর আলম জানান,
জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটার হোসনেয়ারা (৩৯) গত ২৮ জুন করোনা পজেটিভ শনাক্ত হয়ে ২৯ জুন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২৯ জুন রাতে তিনি শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়াও জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাদল খান গত ২৮ জুন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ২৯ জুন রাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা পজেটিভ বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য এ নিয়ে জেলায় মোট পজেটিভ -২৪৬৫ জন , এবং মৃতের সংখ্যা ৫৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।