Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে ষাঁড়ের ধাক্কায় টমটম চালকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৮:৫১ পিএম

সুনামগঞ্জের ছাতকে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় চালক নজরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে কৈতক-কামারগাঁওবাজার সড়কের দৌলতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে কৈতক যাওয়ার পথে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তা দিয়ে যাতায়াত করা একটি ষাঁড় চলন্ত অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পড়ে গেলে চালক নজরুল ইসলাম আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ