Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় নতুন করে আরও ১১৩ জন করোনা আক্রান্ত, দুইজনের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৬:১৮ পিএম

নওগাঁয় করোনা আক্রান্ত ও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। কঠোর লক ডাউন দিয়েও এ সংক্রমনের ও মৃত্যুর হার কমাতে পারছে না প্রশাসন। এই হার কমাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৩ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত ও দুই জনের মৃত্যু হয়েছে। জেলার নিয়ামতপুর উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। জেলায় মোট সনাক্তের সংখ্যা ৪ হাজার ৩৫০ জন। সুস্থ হয়েছেন, ৩ হাজার ৪৫ জন। মঙ্গলবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনজুর এ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদর হাসপাতালে ২৬৮ এনটিজেন পরীক্ষার মধ্যে ৫৫ জন এবং রাজশাহী মেডিকেল হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫৮সহ মোট ১১৩জন সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২০.৪৭ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ