বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক না পড়ায় ১৬ পথচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া এক মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এবং সদর রোড এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মন্ডল।
অর্থদন্ড প্রাপ্ত ১৬ জন পথচারীকে মাস্ক না পড়ার কারনে জন প্রতি ৫০ টাকা করে এবং এক মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।একই সময় সতর্কতা মূলক প্রচার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মন্ডল বলেন, মাস্ক ব্যাবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১৬ জনকে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক মোটর সাইকেল চালকে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।