Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ও জরিমানা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ২:৪৭ পিএম

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ৪শ টাকা জরিমানা আদায় এবং ৫ টি মামলা দায়ের করেছেন ইউএনও মুনতাসির জাহান। মঙ্গলবার(২৯ জুন) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের এর মিশন হাসপাতাল এলাকা এবং কেপিএম এর কলা বাগান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখা, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্ট মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ টাকা করে ৪শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।
এ সময় সচেতনতায় ইউএনও মাইকিং এর মাধ্যমে জনগণকে আবারোও সচেতন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ