Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে করোনা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:৩৪ পিএম

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৭ জন। করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫২ জন এবং শনাক্তের হার ৪১ শতাংশ। এছাড়া বগুড়ার ১২ উপজেলাতেই করোনা শনাক্ত হওয়ার ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।
মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত সংবাদ ব্রিফিং এ তিনি জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় করেনায় রেকর্ড সংখ্যক ৭ জনের মৃত্যু হয়েছে । একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫২ জনের । যার শতকরা হার ৪১ শতাংশ।
উদ্বিগ্ন কন্ঠে ডাক্তার তুহিন বলেন, গত ২৪ ঘন্টায় যে ১৫২ জনের করোনা শনাক্ত হয় তাদের মধ্যে ১০১ জনই বগুড়া সদরের। বাকিদের মধ্যে শেরপুরে ৯ ,শাজাহানপুরে ৯,সারিয়াকান্দিতে ৮,কাহালুতে ৪,দুপচাঁচিয়া ৪,গাবতলী ৩,শিবগঞ্জে ২,আদমদীঘি ২,নন্দীগ্রাম ২ এবং সোনাতলায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মাধ্যমে বোঝা গেল করোনা পুরো জেলাতেই ছড়িয়ে পড়েছে।
ডাক্তার তুহিন আরো জানান, গত ২৪ ঘন্টায় ৭ জন সহ বগুড়ায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ