Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:১০ পিএম

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে চারজন মারা গেছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা.এম এ মোমেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জন করোনা পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদরে সর্বাধিক ৬৬ জন, দৌলতপুরে ৩৮ জন, কুমারখালীতে ২৭ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ২০ জন ও খোকসায় ১২ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৯।

এখন পর্যন্ত ৬১ হাজার ২৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫৯ হাজার ৩০৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় সাত হাজার ৫৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৪০৫ জন। মারা গেছেন ১৯৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ