নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নতুন একটি বিশ্ব রেকর্ড হয়েছে। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়েছেন সিডনি ম্যাকলাফলিন। গতপরশু ৫১ দশমিক ৯০ সেকেন্ডে দৌড় শেষ করেন ২১ বছর বয়সী ম্যাকলাফলিন; ভেঙে দেন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি দালিলাহ মুহামাদের রেকর্ড। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫২ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দালিলাহ। ট্রায়ালে ৫২ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ৩১ বছর বয়সী দালিলাহ।
আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া অলিম্পিকে পাশাপাশি দৌড়াবেন তারা দুজন, লক্ষ্য থাকবে দেশকে সোনার হাসি এনে দেওয়ার। সতীর্থের রেকর্ড ভেঙে দালিলাহ বললেন, ‘আমাদের মাঝে কোনো রেষারেষি নেই। দুজন গ্রেট অ্যাথলেট কেবল একে অপরকে আরও ভালো করতে উৎসাহিত করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।