Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর পৌরসভার ২০২১-২০২২ইং অর্থবছরের বাজেট ঘোষণা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৯:১৬ পিএম

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে জন্য ১৩১ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৪৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৮ জুন) রাতে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের অধিবেশন কক্ষে ওই বাজেট ঘোষণা করা হয়। সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান ওই বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার সচিব মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী, প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ মো. আবুল কাশেম সরকার দুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদারসহ পৌরসভার ১৫ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ