Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে একদিনে সর্বোচ্চ ১০৯ জনের করোনা শনাক্ত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৯:১২ পিএম

ফেনীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ মলিকুলার ল্যাবে ফেনী জেলা থেকে পাঠানো মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ করোনার সংক্রমণ পাওয়া গেছে ১০৯ জনের দেহে। এর মধ্যে বিদেশগামী যাত্রী আক্রান্ত আছে ৭ জন। এ নিয়ে শনাক্তের হার দাঁড়ালো ৩৫.৩৮ শতাংশে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, একদিনে ১০৯ জন করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, সোনাগাজী উপজেলায় ১২ জন, দাগনভূঞা উপজেলায় ১১ জন, ফুলগাজী উপজেলায় ৩ জন, পরশুরাম উপজেলায় ১১ জন ও ছাগলনাইয়া উপজেলায় ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ জন। ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫০৩ জন।

জেলা সিভিল সার্জন রফিক-উস-সালেহীন জানান, এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৩৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪১ জন রোগী। মারা গেছে ৬৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার প্রায় ১৮.১৬ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ