Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় জাল কোর্ট ফি ও স্ট্যাম্পসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৪:০৬ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ২৮ জুন, ২০২১

সাতক্ষীরায় জাল কোর্ট ফি ও পুরাতন নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে জেলা জজ আদালতের রেকর্ড রুমের সামনে থেকে ও রেজিস্ট্রি অফিসপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পারকুখরালি পূর্বপাড়ার মৃত নুর ইসলামের ছেলে আইনজীবী সহকারী রুহুল কুদ্দুস (৫০), সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা বউ বাজার এলাকার সৈয়দ আলী গাজির ছেলে স্ট্যাম্প ভেন্ডার শওকত আলী (৫৮), সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার মৃত রমজান আলীর ছেলে স্ট্যাম্প ভেন্ডার এম এম রবিউল ইসলাম (৫৫) ও ছোট ভাই স্ট্যাম্প ভেন্ডার এম এম শাহাজান (৫১)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সাতক্ষীরা জজ আদালতের রেকর্ড রুমের সামনের ভেন্ডার গলিতে স্ট্যাম্পভেন্ডার ও আইনজীবী সহকারীসহ জাল জালিয়াতির চক্রের কতিপয় সদস্য জাল স্ট্যাম্প ও কোর্টফি ক্রয় বিক্রয় করে তা সরকারি কাজে ও মামলা মোকদ্দমায় ব্যবহার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে আইনজীবী সহকারী রুহুল কুদ্দুস ও স্ট্যাম্প ভেন্ডার শওকত আলীকে এক হাজার টাকার জাল কোর্ট ফিসহ হাতে নাতে আটক করা হয়।
এছাড়া শহরের রেজিস্ট্রি অফিসের সামে থেকে স্ট্যাম্প ভেন্ডার রবিউল ইসলাম রবি ও তাই ছোট ভাই শাহাজানের তৃতীয় তলা বাড়ি থেকে বেশকিছু পুরাতন নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

৯ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ