Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কখনও রাজনীতিতে আসবেন না অনুপম খের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

দক্ষতার বিবেচনায় অনুপম খের বলিউডের শ্রেষ্ঠ অভিনেতাদের একজন। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সমাজ সচেতনতা নিয়েও খুব সক্রিয়। সোশাল মিডিয়াতে তার নজির পাওয়া যায় হরহামেশা। তার সমসাময়িক বার তার আগের ও পরের অনেক অভিনয়শিল্পী রাজনীতিতে নাম লেখালেও তিনি কিন্তু এখনও এই ব্যাপারে পিছিয়ে আছেন। রাজনীতিতে যোড়ে দেবার কোনও আভাসও পাওয়া যায়নি। আসলে তিনি জানিয়ে দিয়েছেন কখনও রাজনীতিতে যোগই দেবেন না তিনি। অনানুষ্ঠানিক এক সাক্ষাতকারে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার রাজনীতিতে যোগ দেবার প্রশ্নই আসে না। ২০১৭ সালে হিমাচল প্রদেশের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে একসময় গুজব রটেছিল। এই প্রসঙ্গ উঠলে অভিনেতা বলেন, একজনের সঙ্গে হাত মেলালেই নিজেদের সুবিধার জন্য মানুষ এক পরম সিদ্ধান্তে পৌঁছে যায়। অনুপমের রাজনীতিতে অনীহা থাকলেও তার স্ত্রী অভিনেত্রী কিরণ খেরের কিন্তু তা নেই। তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য এবং চন্ডীগড়ের একজন নির্বাচিত সংসদ সদস্য। গত এপ্রিলে কিরণের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। স্ত্রী সম্পর্কে অনুপম জানান কেমোথেরাপির বিশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া গেলেও তার ইচ্ছাশক্তি প্রবল বলে সামলে উঠছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ