গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ, খুন-খারাবি একটা দেশের, একটা জাতির, একটা সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলে। জঙ্গিবাদ, সন্ত্রাস, হিংস্রতা ও প্রকৃতিবিরোধীদের বিরুদ্ধে বাঙালি জাতি আবারও ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল (শুক্রবার) সকালে রাজধানীর নটরডেম কলেজে ‘৭ম জাতীয় পরিবেশ উৎসব’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুর রহমান বলেন, জঙ্গিবাদ সব কিছুর বিরুদ্ধে। মানবিকতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং প্রকৃতির বিরুদ্ধে। যা স্বাভাবিকতার বিরুদ্ধে তা প্রকৃতির বিরুদ্ধে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ জঙ্গিবাদের ও প্রকৃতি বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য প্রকৃতিকে রক্ষা করবে। এটা আকাশ-বাতাস, মাটি-কৃষি সমস্ত কিছুকে রক্ষা করবে। আর এই রক্ষা করার বিরুদ্ধে বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সেটাকেই আমি বলেছি জাতীয় ঐক্য।
নটরডেম কলেজ নেচার স্ট্যাডি ক্লাব আয়োজিত পরিবেশ উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও। সভায় আরও উপস্থিতি ছিলেন লেখিকা সেলিনা হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।