Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় ২৪ ঘন্টায় মোট ১৬ জন করোনায় আক্রান্ত

সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ২:১৫ পিএম

বরগুনা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে জেনারেল হাসপাতাল সুত্রে।

এর আগে শনিবার ৭ জন, শুক্রবার ৬ জন রোগী শনাক্ত হয়। বরগুনা সদর হাসপাতাল সন্দেহজনকসহ আইসোলেশনে বর্তমানে মোট ৩১ জন ভর্তি রয়েছে। সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানিয়েছেন, হঠাৎ করেই গত এক সপ্তাহ থেকে বরগুনায় করোনা সংক্রমণ বাড়ছে।

হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহের পরিমান আগের চেয়ে বেড়েছে, সেই সাথে করোনার ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে গত এক মাসেরও বেশি সময় ধরে বরগুনায় সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বরগুনার সাথে ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

উল্লেখ্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বান্দরবানে ১৫ জন মারা গেছেন এবং সদর জেনারেল হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ