বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গ্রামগঞ্জে করোনা ছড়িয়ে পড়ায় খুলনায়ও বাড়ছে লাশের সারি। এদিকে খুলনার তিনটি হাসপাতালে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে ১২ জন, গাজী মেডিক্যাল হাসপাতালে ৩ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন মারা যান।
খুলনা করোনা হাসপাতালের আবাসিক কর্মকর্তা (ফোকাল পার্সন) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন করোনায় এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৬০ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ৯৬ জন, ইয়ালো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।