মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান তার দেশে সংগঠিত ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র সফররত এমিনি গত বৃহস্পতিবার নিউইয়র্কের হার্ভাড ক্লাবে তুর্কি নারী ব্যবসায়ী এসোসিয়েশন আয়োজিত একটি প্যানেল আলোচনায় বলেন, আমাদের মিত্র বলে পরিচিত কিছু দেশ ওই প্রকাশ্য অভ্যুত্থান প্রচেষ্টার পুরোপুরি সমালোচনা করা হতে বিরত থেকেছে। বক্তৃতায় ক্ষুদ্ধ এমিনি বলেন, তারা আংশিক সমালোচনা করেছে এবং লক্ষ্য রাখছিলো শেষ পর্যন্ত কারা বিজয়ী হয়। এমনকি তারা এই অভ্যুত্থান চেষ্টাকে সরকারের নাটক বলতেও ছাড়েনি। তুর্কি ফাস্ট লেডি বলেন, বিপদের মুহুর্তে বন্ধুর ভূমিকা শত্রুর ভূমিকা অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, তুর্কি সরকার অন্য কারো ওপর নয় বরং এর জনগণের শক্তির ওপর নির্ভর করে। সূত্র: আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।